করোনার মধ্যেও উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন প্রধানমন্ত্রী: এমপি সাহিদুজ্জামান
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
মেহেরপুর-২ আসনের এমপি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন বলেছেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। করোনা পরিস্থিতির মধ্যে বিশ্ব যখন অর্থনৈতিকভাবে বিপর্যস্ত তখনও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নমূলক সব কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন। তার জনকল্যাণমূলক পরিকল্পনা এক মুহূর্তের জন্যও থেমে থাকেনি। সব উন্নয়ন চলমান রেখেছেন।
গতকাল বুধবার মেহেরপুরের গাংনী উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধানে প্রায় ১০ কোটি টাকা ব্যায়ে নির্মিত ৩টি গ্রামীণ সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।
এমপি সাহিদুজ্জামান বলেন, কাথুলী-কাজিপুর, সাহারবাটি-শ্যামপুর ও বামুন্দি-নওদাপাড়া সড়কগুলো নির্মাণের ফলে স্থানীয়দের দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে। ২-৩ বছরের মধ্যে গাংনী উপজেলার সব জনপদে পিচঢালা রাস্তা হবে। মানুষ কোনো ভোগান্তি ছাড়াই নিরাপদে চলাচল করবে। এসব রাস্তা দীর্ঘদিন চলাচলের উপযোগী রাখতে ঠিকাদারকে নিয়ম মেনে কাজ করতে হবে। এছাড়া স্থানীয়দেরও সচেতন হতে হবে।
এ সময় গাংনী উপজেলা প্রকৌশলী ফয়সাল আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মাস্টার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তৌহিদ মুর্শেদ, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।