চুরি হয়ে যাওয়া অটো চালক পেলেন সাংসদ আলী আজম মুকুলের উপহার
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ২নং ওয়ার্ডে মোঃ মাহাবুব। ১৫ দিন আগে তার উপার্জনের একমাত্র অবলম্বন অটোরিক্সাটি রাস্তার পাশে রেখে মসজিদে নামাজ আদায় করছিলেন। নামাজের সময় রাস্তার পাশ থেকে তার অটোরিক্সাটি কে বা কারা চুরি করে নিয়ে যায়। পরিবারের উপার্জনের একমাত্র অবলম্বনটি হারিয়ে দিশেহারা হয়ে পড়েন মাহাবুব।
বিষয়টি নিয়ে বোরহানউদ্দিন বাজার মসজিদের ইমাম মাওঃ মিজানুর রহমান ও মার্কাজ মসজিদের খতিব মাওঃ জালাল উদ্দিন বিষয়টি অবগত করেন এবং সংসদ সদ্স্য বিষয়টির সার্বিক খোজ নিয়ে মাহবুবকে একটি অটো রিক্সা ক্রয় করে দেওয়ার সিদ্ধান্ত নেন।
এরই ধারাবাহিকতায় স্থানীয়দের মাধ্যমে জানতে পারি যে, ইতিমধ্যে মাহবুব অটো ক্রয়ের জন্য বিভিন্ন জায়গা থেকে ৮০ হাজার টাকা জোগার করেন। বাকি ১ লক্ষ টাকা সংসদস্য আলী আজম মুকুল দিয়ে তার জীবিকার জন্য এই অটোরিক্সাটি কিনে দেন মাওঃ মিজান সাহেব ও মাওঃ জালাল উদ্দিনের নিকট।
মাহবুব নতুন অটো রিক্সা পেয়ে অনেক আনন্দিত হন ও আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেন।