South east bank ad

সওজ’র প্রধান প্রকৌশলী হলেন মনির হোসেন পাঠান

 প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   জনপ্রতিনিধি

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

সড়ক ও জনপথ অধিদপ্তরের জ্যেষ্ঠ প্রকৌশলী এ কে এম মনির হোসেন পাঠান সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী পদে নিযুক্ত হয়েছেন।

গত ৭ ফেব্রুয়ারি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর নির্দেশনা অনুসারে সড়ক ও জনপথ অধিদপ্তরের গ্রেডেশন তালিকার জ্যেষ্ঠ প্রকৌশলীকে প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ দেওয়ার ধারাবাহিকতায় এই আদেশ জারি হয়।

গতকাল (১৩ ফেব্রুয়ারি) রবিবার সড়ক ও জনপথ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মনির হোসেন পাঠান ১৯৮৬ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পুরকৌশলে প্রথম বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

তিনি ১৯৮০ সালে ঢাকা কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি এবং মতলবগঞ্জ জে,বি, পাইলট হাই স্কুল, চাঁদপুর থেকে ১৯৭৮ সালে কুমিল্লা বোর্ড থেকে ৯ম স্থান অর্জন করে এসএসসি পাস করেন। মেধার স্বীকৃতি স্বরূপ তিনি কুমিল্লা ফাউন্ডেশন স্কলার সম্মাননা অর্জন করেন।

মনির হোসেন সড়ক ও জনপথ অধিদপ্তরে ১৯৮৯ সালে সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান থেকে শুরু করে অতিরিক্ত প্রধান প্রকৌশলী পর্যন্ত অত্যন্ত মেধা, দক্ষতা, দুরদর্শীতা ও সুনামের সাথে কর্মজীবন সম্পন্ন করেছেন।

কর্মজীবনে তিনি কারিগরি ভ্রমণের অংশ হিসেবে ভারত, সিংগাপুর, মালয়েশিয়া, আমেরিকা, চীন, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ইত্যাদি দেশে সফর করেন এবং বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কান্ট্রি রিপোর্ট উপস্থাপন করেন।

BBS cable ad

জনপ্রতিনিধি এর আরও খবর: