South east bank ad

শহরে আনন্দ মিছিল, বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা নিবেদন

 প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   জনপ্রতিনিধি

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা পৌর শাখার কমিটি অনুমোদন হওয়ায় শহরে আনন্দ মিছিল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

গতকাল (১৮ ফেব্রুয়ারি) শুক্রবার বিকাল ৪ টায় পৌর কমিটির বাবু-মিজানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য মিছিল সাতক্ষীরার কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি খুলনারোড মোড়স্থ বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হয়। এসময় পৌর কমিটির নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় পৌর কমিটির আহ্বায়ক আব্দুল আজিজ বাবুর সভাপতিত্বে ও সদস্য সচিব মিজানুর রহমানের সঞ্চালনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কেএম আজম খসরু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা শ্রমিকলীগের সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি, সদস্য শেখ রবিউল ইসলাম রবি, কাজী আকতারুজ্জামান মহব্বত, মোঃ জাকির হোসেন টিটু, শেখ শফিউল ইসলাম শফি, আব্দুস ছালাম হোসেন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, পৌর কমিটির যুগ্ম আহবায়ক শফিউল্লাহ শফি, আরাফাত হোসেন সুজন, রবিউল ইসলাম, সৈয়দ শাহানাজ আলী চঞ্চল, আব্দুর রাজ্জাক, রেজোয়ান, শাহিনুর রহমান শাহিন, মোঃ সাইফুল ইসলাম, মহাসিন আলম রাজু, আব্দুল হাই, সেলিম হোসেন, আক্তার হোসেন, রুবেল হোসেন, রতন, ভ্যাদল, মেহের আলী, ইমন, শিমুল, শরীফ হোসেনসহ শ্রমিকলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

BBS cable ad

জনপ্রতিনিধি এর আরও খবর: