সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষ্যে আজ একুশের প্রথম প্রহরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে কেন্দ্রীয় শহিদ মিনারের মূল বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি'র নেতৃত্বে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুরসহ মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।