নগদ টাকায় আর কোনো লেনদেন চলবে না ডিএনসিসিতে'
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, আগামী মাস থেকে ডিএনসিসিতে আর কোনো ক্যাশ (নগদ) লেনদেন চলবে না। সবকিছু অনলাইনে পরিশোধ করতে হবে।
গতকাল (২৩ ফেব্রুয়ারি) বুধবার রাজধানীর গুলশানে ডিএনসিসির নগরভবনে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।
ডিএনসিসির মেয়র বলেন, প্রবাসীদের প্রধানমন্ত্রী অনেক গুরুত্ব দেন, এজন্য আমরাও তাদের সম্মান জানাই। প্রবাসীদের অভিজ্ঞতা গ্রহণ করে শহরকে পরিচ্ছন্ন করব। আমরা সিটি বন্ড চালু করেছি। আমরা এসব বাইরে বিক্রি শুরু করেছি।
তিনি বলেন, ডিএনসিসিতে আমরা স্মার্ট লাইট এবং রেভিনিউ কার্যক্রম শুরু করেছি। কোনো নগদ লেনদেন করবে না। সে পথেই হাঁটছে ডিএনসিসি।
এ সময় তিনি আরও বলেন, আগামী ২৮ মার্চের মধ্যে সব ধরনের কর গ্রহণ অনলাইনভিত্তিক করতে হবে। এর কোনো ব্যত্যয় হলে চলবে না।
প্রবাসীদের পক্ষে কাজী এনায়েতুল্লাহ বলেন, অনেক বাংলাদেশি প্রবাসে বসবাস করছেন। তাদের বাংলাদেশমুখী করার প্রচেষ্টা চালাচ্ছি আমরা। ঢাকা উত্তরের মেয়রের সঙ্গে একাত্ম হয়ে ঢাকার উন্নয়নে আমরা কাজ করতে চাই।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান প্রকৌশলী মু. আমিরুল ইসলাম, প্রবাসীদের মধ্যে কাজী এনায়েতুল্লাহ প্রমুখ।