ফেঞ্চুগঞ্জে এমপি হাবিবকে সংবর্ধনা

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের কম্পাউন্ডে ইউরিয়া ফরমালডিহাইড-৮৫ প্রকল্প অনুমোদন হওয়ায় সার কারখানা শ্রমিক কর্মচারী ও কর্মকর্তাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা এবং প্রকল্পটি বাস্তবায়নে অবদান রাখায় সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
গতকাল (৬ মার্চ) রোববার দিবাগত রাত ৮টায় সার কারখানা প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। এতে সভাপতিত্ব করেন এসএফসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি রাজু আহমেদ মুন্না।
এসএফসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক দিদারুল হাসান শিহাবের পরিচালনায় প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথির বক্তব্য দেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
বিশেষ অতিথির বক্তব্য দেন- সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী ও এসএসসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী।
অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহিব উদ্দিন বাদল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশফাকুল ইসলাম সাব্বির, উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসার আহমদ শাহ্, যুগ্ম আহ্বায়ক মাহবুবুল ইসলাম চৌধুরী মিছলু, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ শাহ ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজান আহমদ শাহ্।