উন্নয়নের চিত্র তুলে ধরে মানুষের কাছে যেতে হবে : হুইপ স্বপন

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৭০ শতাংশ ভোট নিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে হবে। এ লক্ষ্যে এখন থেকে সরকারের নানা উন্নয়নের চিত্র তুলে ধরে মানুষের কাছে যেতে হবে। মানবসেবা, ভালো আচরণ, ভালোবাসায় জনগণকে আকৃষ্ট করলেই তা সম্ভব।
গতকাল (১১ মার্চ) শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলের অস্থায়ী কার্যালয়ে এ সভা হয়।
স্বপন বলেন, এখন আমাদের অনেক নেতারা ব্যানার-ফেস্টুনের মাধ্যমে গাছে উঠে গেছেন, জমিনে তাদের খুঁজে পাওয়া যায় না। প্রকৃত নেতা তারাই যারা মানুষের হৃদয়ে ছবি এঁকে জায়গা করে নিয়েছেন। ব্যানার-ফেস্টুনের রাজনীতি ছেড়ে মানুষের হৃদয়ে স্থান করে নেওয়ার চর্চায় ফিরে এসে সংগঠনকে আরও গতিশীল করার আহ্বান জানান তিনি।
জেলা আওয়ামী লীগ সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিঙ্কুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি প্রমুখ।