দেশের উজ্জ্বল চার নক্ষত্রকে হারিয়েছি আমরা : এমপি মাদানী

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
জেলখানা হচ্ছে সবচেয়ে নিরাপদ একটি জায়গা। সেই নিরাপদ জায়গায় আমাদের জাতীয় চার নেতাকে ৩ নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রিয় কারাগারে বন্দী থাকা অবস্থায় নির্মম ভাবে হত্যা করা হয়। এই হত্যার মাধ্যমে আমরা দেশের উজ্জ্বল চার নেতাকে হারিয়েছি। এই মহান চার নেতা দেশের একেকটি নক্ষত্র ছিল। আজ তারা বেঁচে থাকলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে বলিষ্ঠ ভূমিকা পালন করতেন।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) জেলা হত্যা দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এই চার নেতা বঙ্গবন্ধুর একান্ত সহচর ছিলেন। ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে যারা কালো অধ্যায় রচনা করেন। তারাই এর আড়াই মাস পর মহান চার নেতাদের হত্যার মাধ্যমে ৩ নভেম্বর আর একটি কালো অধ্যায় রচনা করেন। তারা চায়নি বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলার বাস্তবায়ন। হত্যার মাধ্যমে দেশে কালো ইতিহাস রচনা করলেও বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলাকে ধমিয়ে রাখতে পারেন নাই। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা তার বাবার স্বপ্ন সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জেল হত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম শামসুদ্দিন ও সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম মন্ডলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক এএনএম শোভা মিয়া আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইব্রাহিম খলিল নয়ন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক সামী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সোয়েল মাহমুদ সুমন প্রমুখ।
আলোচনা শেষে মহান শহীদ চার নেতার আত্মার মাগফেতার কামনায় দোয়া করা হয়।