লালমোহনে ১৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজা সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভোলা জেলার লালমোহন থানা অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ এর নেতৃত্বে আজ (০৩ সেপ্টেম্বর) শুক্রবার এসআই (নিঃ) নুরউদ্দিন, এএসআই (নিঃ) হাসান, এএসআই (নিঃ) মাহবুব ও সঙ্গীয় ফোর্স সহ লালমোহন থানাধীন মঙ্গল সিকদার লঞ্চঘাট বেরীবাধ মসজিদের সামনে রাস্তার উপর হইতে একটি অটোরিকশায় ৩ জন আসামী রিপন (২৫), পিতা- কাঞ্চন হাং, ইলিয়াস (৩০), পিতা- আজিজুল, আলাউদ্দিন, পিতা- ছিদ্দিক, সর্ব সাং- রহিমপুর, থানা- লালমোহন, জেলা- ভোলাদের গ্রেফতার করে তাহাদের হেফাজতে থাকা ২টি বড় কালো রক্ষিত হলদু কস্টটেপে মোড়ানো ৭টি পোটলা মোট ১৩ কেজি ৩৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে লালমোহন থানায় মাদক মামলা প্রক্রিয়াধীন।