চরজব্বর থানা পুলিশের বিশেষ অভিযানে ১১ আসামি গ্রেফতার
আজ (১ সেপ্টেম্বর) জিআর নং-১৬৩/০৫ এর আসামি আহসান উল্যাহ্, সিআর নং-১৪৯/১৮ এর আসামি আবুল কালাম প্রঃ কালাম মাঝি, সিআর নং-২৪৩/২১ এর আসামি মোঃ রিয়াজ, চরজব্বার থানার মামলা নং ০১ তারিখঃ- ০১/০৯/২১ এর আসামি আজমীর হোসেন, ননএফআই আর নং - ৭৪ তারিখঃ- ০১/০৯/২১ ধারাঃ ফৌঃ কাঃ বিঃ ২৯০ এর আসামি ১/মহারাজ ২/ রুবেল ৩/সোহাগ ৪/ মাসুদা বেগম, ৫/মনি বেগম এবং ননএফআইআই আর নং ৭৫ তারিখ ০১/০৯/২১ ধারাঃ- ফৌঃ কাঃ বিঃ ২৯০ এর আসামি ১/আমিনুল রসুল রাজ্জাক প্রঃ রুবেল ২/ মাইমুনা আক্তারসহ সর্বমোট ১১জন আসামিকে গ্রেফতার পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।