শিরোনাম

South east bank ad

জালালাবাদ থানা এলাকায় এক্সিডেন্ট সংক্রান্তে ইন্সিডেন্ট রিপোর্ট

 প্রকাশ: ২৭ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   থানার কথা

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

অদ্য ২৭/০১/২০২২খ্রিঃ তারিখ সকাল অনুমান ০৭:৩০ ঘটিকার সময় অত্র জালালাবাদ থানাধীন মইয়ারচর সাকিনস্থ রন্ধন কাব্যের সামনে তেমূখী-বাদাঘাট পাকা সড়কের উপর একটি সড়ক দূর্ঘটনা সংঘটিত হয়েছে মর্মে স্থানীয় সূত্রে জানা যায়।

উক্ত ঘটনার সংবাদের প্রেক্ষিতে অত্র জালালাবাদ থানার দিবাকালীন সিয়েরা-২১ ডিউটিতে নিয়োজিত অফিসার এসআই(নিঃ) মোঃ মাহাবুর আলম মন্ডল সঙ্গীয় ফোর্স সহ এবং দিবাকালীন সিয়েরা-২২ ডিউটিতে নিয়োজিত অফিসার এএসআই(নিঃ) মোস্তাফিজুর রহমান ও ফোর্সদেরকে ঘটনাস্থলে প্রেরণ করিলে তাহারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানতে পারেন যে, অদ্য ২৭/০১/২০২২খ্রিঃ তারিখ সকাল অনুমান ০৬:৩০ ঘটিকার সময় আম্বরখানা হইতে একটি পিকআপ যাহার রেজিঃ নং-সিলেট-মেট্রো-১১-০৫৫৮ গাড়ী যোগে ২০/২৫ জন নির্মাণ শ্রমিক বাদাঘাট যাওয়ার পথে উপরোক্ত ঘটনাস্থলে পৌছাইলে উক্ত গাড়ীর চালক নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী ডোবায় পড়িয়া যায়।

উক্ত ঘটনায় বর্ণিত গাড়ীতে থাকা নির্মাণ শ্রমিক রুবেল মিয়া(২২) পিতা-মৃত কালা মিয়া, সাং-কামারটিলা, থানা- এয়ারপোর্ট, জেলা-এসএমপি,সিলেট গুরুতর আহত হইলে তাহাকে উদ্ধার করতঃ তাৎক্ষনিক চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকের কলেজ হাসপাতালে নিয়া গেলে কর্তব্যরত ডাক্তার তাহাকে মৃত বলিয়া ঘোষনা করেন। উক্ত ঘটনায় আরো অজ্ঞাতনামা ২/৩ জন নির্মাণ শ্রমিক আহত হয়। দূর্ঘটনায় আহতদের নাম ঠিকানা সংগ্রহ ও বর্তমান অবস্থা জানা সহ বর্ণিত দূর্ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

BBS cable ad

থানার কথা এর আরও খবর: