বরগুনায় পাঁচ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী মুসা বন্ড গ্রেফতার
এম.এস রিয়াদ, (বরগুনা):
বরগুনার চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলার আসামী ও একই মামলায় ক্রসফায়ারে নিহত নয়ন বন্ডের অন্যতম সহযোগী মোঃ মুসা খান ওরফে মুসা বন্ডকে গ্রেপ্তার করেছে বরগুনা থানা পুলিশ ।
শুক্রবার রাত ১০ টার দিকে শহরের সদর রোড থেকে সিভিলে থাকা এক পুলিশ সদস্য একটি খাবার হোটেলের সামনে থেকে মুসাকে আটক করে বরগুনা সদর থানায় নিয়ে যান।
রিফাত শরীফ হত্যা মামলায় মুসা দীর্ঘদিন ভারত সহ দেশের বিভন্ন স্থানে পলাতক ছিলো। তবে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে বিচারের রায়ে মুসা বন্ড খালাস পেয়েছে।
বরগুনা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শহিদুল ইসলাম খান জানান- গ্রেফতারকৃত মুসা বন্ডের বিরুদ্ধে জি.আর ও নন জি.আর সহ ৫ টি মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে। সেই সব মামলার সুত্র ধরেই তাকে আজ গ্রেফতার করা হয়েছে।