শীতে কম্বল পেয়ে এতিম শিশুদের মুখে হাসি
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
মাঘ মাসে হাড় কাপুনি শীত। সারাদেশ কাপছে। অসহায় মানুষজন প্রয়োজনমত খুব একটা শীত বস্ত্র কিনতে পারছেনা। তার মাঝে আবার এতিম অসহায়।
দেওয়ানিবাড়ি দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার অর্ধশত শিশু শিক্ষার্থী মাঘের এই শীতে বস্ত্রহীন রয়েছে। এমন খবর পান কোতোয়ালী মডেল থানার মানবিক ও দায়িত্বশীল ওসি শাহ কামাল আকন্দ। হাড় কাপানো এই শীতে সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি।
গতকাল (২৬ জানুয়ারি) বুধবার সন্ধ্যায় অর্ধশত শীতবস্ত্র কম্বল নিয়ে হাজির হন ওসি শাহ কামাল আকন্দ। অসহায় এতিম এই শিশু শিক্ষার্থীদের হাতে তুলে দেন কম্বল। শীতবস্ত্র হাতে পেয়ে অসহায় এতিম এই সকল শিশুদের মুখে তাৎক্ষনিক হাসি ফুটে উঠে। ওসি শাহ কামাল আকন্দ জানান, তিনি খবর পান ঐ এতিমখানার শিশুরা শীতে কাপছে।
তাই তিনি ব্যক্তিগত তহবিল থেকে কিছু টাকা খরচ করে শীতবস্ত্র কিনে বুধবার শিশেিদর হাতে তুলে দেন।
এ সময় এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহমাান সুরুজ, সাধারণ সম্পাদক আঃ ছালাম মাস্টার, আঃ খালেক মাস্টার, ইউপি সদস্য কামরুল হাসান উজ্জল, এতিমখানার মোহতামিম হাফেজ মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।