শিরোনাম

South east bank ad

আইজিপি ব্যাজ পাচ্ছেন ওসি মো: মাসুক আলী

 প্রকাশ: ২৪ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   থানার কথা

নুর উদ্দিন সুমন, (হবিগঞ্জ):

পুলিশ সপ্তাহ-২০২২ উপলক্ষে প্রশংসনীয় ও পেশাগতভাবে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ আইজিপি ব্যাচের জন্য মনোনীত হয়েছেন হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসুক আলী।

গতকাল রবিবার (২৩ জানুয়ারী) এ তথ্য নিশ্চিত করে রাতে ওসি মো: মাসুক আলী জানান, হবিগঞ্জ সদর মডেল থানা এলাকায় আইন-শৃঙ্খলারক্ষাসহ চাঞ্চল্যকর বিদয় হত্যা, পিকআপ চালক সাগর হত্যা, স্কুল ছাত্রী জেরিন হত্যা মামলার ঘটনায় তদন্তকারী কর্মকর্তা হিসেবে আসামীদের গ্রেফতার ও বিজ্ঞ আদালতে আসামীদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং ঘটনার রহস্য উদঘাটন করায় Police Force Exemplary Good Services Badge(আইজিপি ব্যাজ) পদকে মনোনীত করা হয়।

বাংলাদেশ পুলিশ বাহিনীতে আইজিপি ব্যাজ দ্বিতীয় সর্বোচ্চ মর্যাদাপূর্ণ এ পুরস্কার। জানা যায়, হবিগঞ্জ সদর মডেল থানায় যোগদানের পর থেকেই ওসি মো: মাসুক আলী থানা এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ জুয়া ও মাদক নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখেন। তাছাড়া পলাতক আসামি গ্রেপ্তার, ডাকাতি ও হত্যাসহ বেশকিছু আলোচিত ঘটনার মামলার রহস্য উদঘাটনের পাশাপাশি ওইসব মামলার আসামিদের দ্রুত গ্রেফতারে বিশেষ অবদান রাখেন।

এসব কারণে ওসি মো: মাসুক আলীকে আইজিপি ব্যাজের জন্য মনোনীত করা হয়েছে। আইজিপি ব্যাজ পাওয়ার প্রতিক্রিয়ায় সদর মডেল থানার ওসি মো: মাসুক বলেন, কাজের মূল্যায়ন বা স্বীকৃতি সবার জন্যই আনন্দদায়ক। ভবিষ্যতে ভালো কাজ করার অনুপ্রেরণা, জনগনের প্রতি সেবা ও দায়বদ্ধতা আরো অনেক গুন বাড়িয়ে দিয়েছে।

এজন্য পুলিশ প্রধান আইজিপি, সিলেট রেঞ্জের ডিআইজি, হবিগঞ্জের পুলিশ সুপার সহ-উর্দ্ধতন কর্মকর্তা ও অধীনস্ত সকল সহকর্মীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। জাতীয় পুলিশ সপ্তাহ-২০২২ উপলে ঢাকার রাজারবাগ পুলিশ সদর দপ্তরের প্যারেড মাঠে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজির আহমেদ বিপিএম (বার) আনুষ্ঠানিকভাবে তাকে এ ব্যাজ পরানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

BBS cable ad

থানার কথা এর আরও খবর: