সাংবাদিকদের সাথে থানার ওসি’র মতবিনিময় সভা
বিডিএফএন টোয়েন্টিফোর.কমম
ভোলা বোরহানউদ্দিনে কর্মরত সাংবাদিকদের সাথে বোরহানউদ্দিন থানায় সদ্য যোগদানকারী ওসি মো. শাহিন ফকির মতবিনিময় ও পরিচিতি সভা করেন। রবিবার রাত ৮টায় বোরহানউদ্দিন থানা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
বোরহানউদ্দিন থানার ওসি মো. শাহিন ফকির এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন থানার ওসি তদন্ত আব্দুল্লা আল মামুন, থানা সেকেন্ড অফিসার এস.আই মাহফুজুর হাসান, বোরহানউদ্দিন সাংবাদিক ইউনিয়নের সভাপতি দিন ইসলাম রুবেল, রিপোর্টাস ইউনিটি’র সভাপতি মোবাশ্বের হাসান শিপন, বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম, বোরহানউদ্দিন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, বোরহানউদ্দিন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইন্দ্রিজিৎ দে, বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মালেক, রিপোর্টাস ইউনিটি’র সাধারণ সম্পাদক নীল রতন দে প্রমূখ সহ সাংবাদিক বৃন্দ ও বোরহানউদ্দিন থানা অফিসার গণ।
ওই সভায় ওসি মো. শাহিন ফকির জানান, বোরহানউদ্দিন হতে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ রোধ সহ সকল রকম অপরাধ দমনে কাজ করা হবে।