নাটোরে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
নাটোরে মাদক মামলায় ইব্রাহিম নামে এক যুবককে যাবজ্জীবন দিয়েছে আদালত। তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে নাটোর সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দীন এ আদেশ দেন। দণ্ডিত ইব্রাহিম রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার কাজীহাটা এলাকার হাবিবুর রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কোর্ট ইন্সপেক্টর নাজনীন আখতারী জানান, গত বছরের ৫ ডিসেম্বর রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি হতে ঘোরলাজ গ্রামে যাওয়ার রাস্তায় ইব্রাহীমকে আটক করে নাটোর র্যাব সদস্যরা। এরপর জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যমতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার তার পায়ুপথ থেকে কসটেপ ও পলিথিনে মোড়ানো ৯৬ গ্রাম হেরোইন উদ্ধার করে।
ওই ঘটনায় র্যাবের ডিএডি সুবেদার মোতালেব হোসেন বাদী হয়ে মাদক মামলা দায়ের করেন। বাগাতিপাড়া থানার এসআই এরশাদ আলী তদন্ত শেষে চলতি বছরের ৫ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দায়ের করেন। শুনানি শেষে ওই আদেশ দেন আদালত।