কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই শ্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ এম. মনসুর আলী অডিটোরিয়ামে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম(বার), পিপিএম(বার)। প্রধান অতিথি হিসেবে অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত, সংসদ সদস্য-৬৩, সিরাজগঞ্জ-২, বিশেষ অতিথি হিসেবে ড. ফারুক আহাম্মদ, জেলা প্রশাসক, সিরাজগঞ্জ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কমিউনিটি পুলিশিং সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক মোঃ নূর আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), সিরাজগঞ্জ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ কেএম হোসেন আলী হাসান, সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, সিরাজগঞ্জ জেলা শাখা, আব্দুস সামাদ তালুকদার, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, সিরাজগঞ্জ জেলা শাখা, সেলিনা বেগম স্বপ্না, সভাপতি, সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগ, গাজী সফিকুল ইসলাস সফি, কমান্ডার, মুক্তিযোদ্ধা সংসদ সিরাজগঞ্জ, মোঃ হেলাল উদ্দিন, সভাপতি, প্রেসক্লাব, সিরাজগঞ্জ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের তথ্য দিয়ে জেলা পুলিশকে সহযোগিতা করতে হবে।
কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালি ও সভায় জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, ইমাম ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজনসহ সিরাজগঞ্জ জেলার সকল উবর্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।