শেখ রাসেল স্মৃতি টেনিস টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
গত ২৮ অক্টোবর মানিকগঞ্জ টেনিস গ্রাউন্ডে মানিকগঞ্জ টেনিস ক্লাবের আয়োজনে ৪ দিন ব্যাপী শেখ রাসেল স্মৃতি টেনিস টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ টেনিস ক্লাবের সভাপতি মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার, পুলিশ সুপার, মানিকগঞ্জ।
অনুষ্ঠান শেষে টেনিস টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল ও খেলোয়ারদের মাঝে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার।
এসময় মানিকগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, মুহাম্মদ কামরুল হাসানসহ মানিকগঞ্জ টেনিস ক্লাবের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।