South east bank ad

সাতক্ষীরার কালীগঞ্জের ঝুমু হিজড়ার বিরুদ্ধে নানা অভিযোগ: পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনায় সংবাদ সম্মেলন

 প্রকাশ: ৩০ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জনদুর্ভোগ

এমএ জামান (সাতক্ষীরা) :
কালীগঞ্জ উপজেলার ঝুমু হিজড়ার বিরুদ্ধে ব্লাক মেইলিং ও প্রতারণা অভিযোগ উঠেছে। মনিরা হিজড়া নামের একজন সাতক্ষীরায় এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। মনিরা হিজড়া বলেন, ঝুমু হিজড়ার ব্লাক মেইলিং ও প্রতারণা প্রতিবাদ করতেই আমার উপর সন্ত্রাসী হামলা চালানো হয়।শ্যামনগর উপজেলার জন্ম নেওয়া ঝুমু হিজড়া খুব ছোট থেকেই কালীগঞ্জ উপজেলায় হিজড়া সম্প্রদায়ের কাছে বড় হয়েছে। ঝুমু হিজড়া সুন্দরী ও চালাক চতুর হওয়ায় তার প্রতারণার শিকার হয়েছে এলাকার অনেক নামী দামী ব্যক্তিবর্গ। তিনি প্রতিনিয়ত মাদক সেবন ও উঠতী বয়সী তরুণ যুবকদের নিয়ে ডিজে পার্টির ড্যান্সের নামে অশ্লীল ভিডিও করে ব্ল্যাকমেইল কওে বলে অভিযোগ করেন তিনি। উল্লেখ্য হিজড়া সম্প্রদায়ের বিবাহ প্রথার চলন না থাকলেও ঝুমু ভারত থেকে আপরেশন করে স্বাভাবিক মানুষের মত একাধিক বিয়ে করে প্রতারণা করে আসছে এবং তার পিছনে আছে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তি। এর প্রতিবাদ করতে গিয়েই পাঠার বলি হয়েছেন কালীগঞ্জের চরযমুনার মনি (৩৫) হিজড়া। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হিজড়াদের ভিতরে বিরোধ চলছে। ফলে ঝুমু হিজড়া ও তার বাহিনী মনি হিজড়ার ঘাট দখল করে নেয়। এতে চরম বিপাকে পড়ে মনিরা হিজড়া। প্রায় সময় নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করে মারপিট করতে উদ্যত হয় এবং বিভিন্নভাবে ক্ষতি করে আসছে। উক্ত বিষয়ে মনিরা হিজড়া ইতোপূর্বে ২টি জিডি দায়ের করেন। যার নম্বর ১১৬ তারিখ ০৩-০৩-২০১৫ এবং অপর জিডি নং ১৭২ তারিখ ০৪-০১-২০২১। গত ২২-০৪-২০২১ তারিখ বিকালে মনিরা হিজড়া নলতা হতে পাউখালী পৌছানোর পথে কালিগঞ্জ ফুলতলা মোড়স্থ জনৈক আছের আলীর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর ঝুমুর নেতৃত্বে ৪/৫ জন মনিরাকে ইজিবাইক হতে নামিয়ে তাদের সাথে তাদের বাড়িতে যাওয়ার কথা বললে মনি হিজড়া রাজী না হলে সেখানে বেধড়ক মারপিট করে। পরবর্তীতে মনি হিজড়া কালীগঞ্জের সখীপুর হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নেয়। এরপর ঝুমুসহ তার বাহিনীকে আসামী করে কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে তার কোন প্রতিকার হয়নি। বিষয়টি নিয়ে সাতক্ষীরা জেলার গুরু মা খুকু হিজড়ার শরণাপন্ন হলে তিনি মনিরাকে সঠিক বিচারের আশ্বাস দেন। কিন্তু তিনিও কোন সমাধান করতে পারেননি। বর্তমানে মনিরা নিরাপত্তহীনতায় ভুগছেন বলে জানান। মনিরা হিজড়া ঝুমু বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে পুলিশ সুপারসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এবিষয়ে ঝুমুর নিকট যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

BBS cable ad

জনদুর্ভোগ এর আরও খবর: