South east bank ad

লকডাউন: ফুল চাষী আকরম আলীর মুখের হাসি হারিয়ে গেছে

 প্রকাশ: ৩০ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জনদুর্ভোগ

এমএ জামান, সাতক্ষীরা: আলিপুর গ্রামের আকরম আলী তালা উপজেলার মিঠাবাড়ী গ্রামের বারাসত সরদারের ৫ বিঘা জমি লীজ নিয়ে ফুলের চাষ করে স্বাবলম্বী হয়েছিলেন। প্রতিদিন আকরমের ফুল বাগানে হাজার হাজার গোলাপ, রজনীগন্ধা, গান্ধার আর গাজার ফুল উৎপাদন হয়। প্রতিদিন আকরমের ফুল বাগানের ফুল বিক্রি করে পুরুষ ও নারী শ্রমিকদের মজুরি দিয়েও ভালোভাবে জীবিকা নির্বাহ করে আসছিলেন।
কিন্তু লাগাতর ও কঠোর লক ডাউন চলার কারণে গাছের ফুল গাছেই নষ্ট হয়ে যাচ্ছে শুধু নয়, গাছগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। আকরমের ফটো তোলার সময় হাসি মুখ করতে বলায় তাঁর চোখে পানি চলে আসে। বললো, এখন আর হাসতে পারিনা।
আকরমের এখন ফুল বিক্রি করার সমস্যা। সে আর তাঁর ছেলে ফুল বাগানের পরিচর্যা করে। আকরমের আশা, প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্যারেরা যদি একটু সাহায্য করতেন। পরিবারের ৬ সদস্যদের নিয়ে কীভাবে জীবন যাপন করবে তা ভেবে ঘুমাতে পারেন না।

BBS cable ad

জনদুর্ভোগ এর আরও খবর: