র্যাব সংস্কারে কাজ করছে সরকার : মহাপরিচালক
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞায় র্যাব সংস্কারের যে বিষয় উঠে এসেছে, তা নিয়ে কাজ করছে সরকার। এ বিষয়ে সব অভিযোগের জবাব দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞায় নাম থাকা ৭৬ জনের তালিকা অনুসারে তদন্ত করা হয়েছে। সংস্থার কেউ আইনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার র্যাব-৯-এর সদরদপ্তর সিলেটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
র্যাব মহাপরিচালক বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকার পাশাপাশি র্যাব-৯ সব দুর্যোগ মুহূর্তে মানুষের পাশে দাঁড়িয়েছে। গত বন্যায় অসহায় মানুষের মুখে খাবার তুলে দেওয়াসহ নানা সহায়তা দিয়েছে র্যাব-৯।’ সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘জঙ্গি-সন্ত্রাসীদের জন্য র্যাব এক আতঙ্কের নাম। বান্দরবানের গহিন পাহাড়ে সন্ত্রাসবিরোধী র্যাবের অভিযান এখনো চলছে।’