South east bank ad

আলুর ট্রাকে গাঁজার চালান

 প্রকাশ: ০২ নভেম্বর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

আলুর ট্রাকে গাঁজার চালান

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

বগুড়ায় আলু বোঝাই পিকআপ তল্লাসী করে ২৫ কেজি গাঁজাসহ দুলাল ইসলাম নামে একজনকে আটক করেছে র‌্যাব-১২। 

মঙ্গলবার মধ্যরাতে সদরের বগুড়া-রংপুর মহাসড়কের মাটিডালি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ৩৮ বছরের দুলাল লালমনিরহাট সদরের কুলাহাটা গ্রামের আলাউদ্দিনের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. তৌহিদুল মবিন খান।

তিনি জানান, গোপন সংবাদে জানা যায়, লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি পিকআপে আলুর বস্তার মধ্যে গাঁজার চালান যাচ্ছে। এমন খবরে মাটিডালি এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাসী শুরু করা হয়। একপর্যায়ে ওই পিকআপ তল্লাসী করে আলুর বস্তার ভেতর থেকে গাঁজা পাওয়া যায়। এ সময় দুলালকে আটক করা হয়। একইসঙ্গে দুলালের কাছে থাকা মোবাইল, টাকা ও পিকআপসহ ১৮ বস্তা আলু উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত দুলাল। তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

BBS cable ad

র‍্যাব এর আরও খবর: