আছে মাদকের ৪ মামলা, ফের ফেনসিডিলসহ ধরা
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ফেনীতে ১৫০ বোতল ফেনসিডিলসহ মাদক মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের লালপোল থেকে তাদেরকে গ্রেফতারের পর দুপুরের দিকে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- ফেনী সদর উপজেলার পাঁচ গাছিয়া ইউনিয়নের দক্ষিণ তারালিয়া গ্রামের এছাক মিয়া চৌধুরীর ছেলে বাহার উদ্দিন চৌধুরী (৩২) ও ফুলগাজী উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের আবুল বশরের ছেলে মো. আরিফ (২৫)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে মহাসড়কের লালপোল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ফুটওভার ব্রিজের নিচ থেকে চট্টগ্রামগামী পরিবহনে ওঠার সময় বাহার ও আরিফকে তল্লাশি করে তাদের হাতে থাকা এটি ট্রাভেল ব্যাগ ও একটি বাজারের ব্যাগের ভেতর থেকে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
ফেনীস্থ র্যাব-৭ এর সহকারী পরিচালক মো. জুনায়েদ জাহেদী বলেন, ফেনসিডিলসহ গ্রেফতারকৃত আসামি বাহারের বিরুদ্ধে ১টি ও আরিফের বিরুদ্ধে ৪টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। পরে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।
ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, র্যাবের হাতে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।