অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় দাদাগিরি, চালাতেন মাদক ব্যবসা
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে অস্ত্রসহ আলমগীর হোসেন হৃদয় নামে এক যুবককে আটক করেছে র্যাব। শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার।
এর আগে, শুক্রবার রাতে উপজেলার সরল ইউনিয়নের মধ্যম সরল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আলমগীর হোসেন হৃদয় একই এলাকার মফিজুল আহমেদের ছেলে।
র্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে একটি এসবিবিএল ও একটি ওয়ান শুটারগানসহ আলমগীর হোসেন হৃদয়কে আটক করা হয়। অস্ত্রগুলো দিয়ে এলাকায় প্রভাব বিস্তার, প্রতিপক্ষকে ভয় দেখানো ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতেন তিনি। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।