South east bank ad

উখিয়ায় ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

 প্রকাশ: ০৫ নভেম্বর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

উখিয়ায় ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

কক্সবাজারের উখিয়া বালুখালী পানবাজার এলাকা থেকে ৩০ হাজার ইয়াবাসহ মরিজান নামে এক রোহিঙ্গা নারীকে আটক করেছে র‍্যাব-১৫। 

শুক্রবার দুপুরে তাকে আটক করা হয়। আটক মরিজান ক্যাম্প-১০ এর মৃত কবির আহমেদের  মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী। 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি জানান, টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশে ঘটনাস্থলে অবস্থান করছিলেন। উদ্ধারকৃত মাদকসহ আসামিকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। 

BBS cable ad

র‍্যাব এর আরও খবর: