লালমোহনে অপহৃত সেই স্কুলছাত্রী উদ্ধার, আটক ৩
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ভোলার লালমোহনে অপহৃত স্কুলছাত্রী বিবি খাদিজা বেগমকে উদ্ধার করেছে র্যাব। এ সময় আটক করা হয়েছে ৩ অপহরণকারীকে।
শনিবার রাতে র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মেজর জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে চরফ্যাশন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের একটি বাড়ি থেকে ঐ ছাত্রীকে উদ্ধার ও ৩ অপহরণকারীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- রাসেল, ফজলুল ও রাবেয়া।
জানা যায়, লালমোহনের চরভূতা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের প্রবাসী মো. হারুনের মেয়ে খাদিজা বেগম হরিগঞ্জ দ্বীপশিখা মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ে। গত ২৯ অক্টোবর স্কুলে যাওয়ার পথে ঐ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. ফজলুর ছেলে রাসেল তাকে জোর করে তুলে নিয়ে যায়। পরে ৩১ অক্টোবর লালমোহন থানায় অপহরণের অভিযোগ তুলে মামলা করেন স্কুলছাত্রীর মা আমেনা বেগম। মামলার পরও মেয়েকে উদ্ধার করতে না পেরে ৪ নভেম্বর বিকেলে ছাত্রীর মা র্যাব-৮ এর আওতাধীন ভোলা ক্যাম্পে একটি অভিযোগ করেন। এরপর র্যাবের গোয়েন্দা টিমের তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারসহ তিন আসামিকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, আসামিদের রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া অপহৃতকেও ২২ ধারার জন্য আদালতে পাঠানো হয়েছে।