একনলা বন্দুকসহ যুবক গ্রেফতার
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকা থেকে একটি একনালা বন্দুকসহ বিপ্লব উদ্দিন (৩৬) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (৭ নভেম্বর) বিকেল সোয়া ৫টায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৭।
এর আগে শনিবার (৫ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বাসটার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। গ্রেফতার বিপ্লব উদ্দিন নোয়াখালী জেলার হাতিয়া থানাধীন চরবুলা গ্রামের প্রয়াত আনোয়ার হোসেনের ছেলে।
র্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে অস্ত্রধারী ওই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মহানগরী এলাকার সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার পাশাপাশি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনের নিরাপত্তার জন্য অস্ত্রটি ব্যবহার করতেন বলে জানিয়েছেন।
তার বিরুদ্ধে চান্দগাঁও থানায় অস্ত্র আইনে মামলা দেওয়া হয়েছে এবং তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানান এ র্যাব কর্মকর্তা।