পাঁচবিবিতে মাদক ব্যবসায়ী বাবা-ছেলে আটক
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
নওগাঁর ধামইরহাটে টহল কমান্ডার জেসিও নায়েব সুবেদার মুজিবুর রহমানসহ তিন বিজিবি সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় মূলহোতা বাবা ও ছেলেকে আটক করেছে র্যাব।
সোমবার জয়পুরহাটের পাঁচবিবি থানার ধুরইল সীমান্ত এলাকা হতে পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়।
এর আগে গত ৪ নভেম্বর ভোরে উপজেলার শীমুলতলী ব্রিজের সামনে এ ঘটনা ঘটে। আটক আসামিরা হলেন- উপজেলার রসুলবিল নামক এলাকার মৃত তসির উদ্দিনের ছেলে মো. রেজাউল করিম গুপ্তা (৫৫) ও তার ছেলে মো. মেহেদী হাসান রাজু (২৫)।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানান, গত ৪ নভেম্বর বিজিবি জেসিও নায়েব সুবেদার মো. মুজিবুর রহমানের নেতৃত্বে তিনজন অন্যান্য পদবীর সদস্যসহ উপজেলার সীমান্তবর্তী বস্তাবর এলাকায় টহলে বের হন। এ সময় বস্তাবর সীমান্ত এলাকায় ৮-১০ জন অবৈধ মাদক ব্যবসায়ী মাদক বহন করে নিয়ে আসছিলেন। এই দৃশ্য টহল টিমের নজরে আসলে দায়িত্বরত টহল টিম তাদেরকে আটক ও অবৈধ মাদকদ্রব্য উদ্ধারের চেষ্টা করে। আসামিরা টহল টিমকে দেখামাত্র ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে টহল কমান্ডারসহ তিন বিজিবি সদস্যকে জখম করে। পরে অন্য সদস্যদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এরমধ্যে টহল কমান্ডার সুবেদার মো. মুজিবুর রহমানের অবস্থা আশঙ্কাজনক।
পরবর্তীতে আক্রমণকারী মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে ধামইরহাট থানায় পত্নীতলা বিজিবি-১৪ ব্যাটালিয়নের ৭ সদস্য অজ্ঞাত ১০ চোরাকারবারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে র্যাবের গোয়েন্দা শাখার সহায়তায় তাদের আটক করা হয়। আটক আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে ধামইরহাট থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।