বিদেশি বিয়ার-মদসহ যুবক আটক
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিদেশি ১২১ ক্যান বিয়ার ও ৭ বোতল মদসহ মো. জামাল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
রোববার রাতে উপজেলার নয়াপাড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জামাল টেকনাফ পৌরসভার কুলাল পাড়ার মৃত কবির আহমদের ছেলে।
পলাতক আসামিরা হলেন সাবরাং ইউপির ৬ নম্বর ওয়ার্ড নয়াপাড়া মৃত আব্দুল মালেকের ছেলে বশির আহমদ, একই এলাকার মো. হোসেনের ছেলে মো. রিফাত, নয়াপাড়া ঝিনাপাড়ার মৃত সৈয়দ মেম্বারের ছেলে মো. শরীফ।
এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।
তিনি জানান, রোববার রাতে নয়াপাড়া বাজার সংলগ্ন আব্দুল জব্বারের মুদি দোকানের সামনে রাস্তার কাছে মাদক ব্যবসায়ীরা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। এমন তথ্যে র্যাব ওই এলাকায় অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় তার অপর তিন সহযোগী পালিয়ে যায়। এসময় আটক ব্যক্তির সঙ্গে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশী করে ১২১ ক্যান বিয়ার ও ৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য বিদেশি মদ ও বিয়ার ক্যানসহ টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে টেকনাফ-কক্সবাজারের বিভিন্ন স্থানে বিক্রয়ের উদ্দেশ্যে তাদের নিজ হেফাজতে রেখেছিল।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।