র্যাব-১১ এর অভিযানে দুর্ধর্ষ ডাকাত সর্দার জাহাঙ্গীরসহ ০৫ জন ডাকাত গ্রেফতার
র্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জ থানা এলাকা হতে দুর্ধর্ষ ডাকাত সর্দার জাহাঙ্গীরসহ ০৫ জন ডাকাত দেশীয় অস্ত্রসহ গ্রেফতার
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ধসঢ়;ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দায়িত্বপূর্ণ এলাকায় ডাকাতি ও সন্ত্রাসী কর্মকান্ড দমনের লক্ষ্যে র্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য নিয়মিত সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে থাকে।
র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল অদ্য ১৫ নভেম্বর ২০২২ তারিখ রাতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন মুড়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন মুড়াপাড়া বাজার এলাকায় লিনা পেপার মিলস লিঃ-এ ডাকাতি করা কালে দেশীয় অস্ত্রসহ ০৫ জন দুর্ধর্ষ ডাকাতকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো ডাকাত সর্দার ১। মোঃ জাহাঙ্গীর আলম (৪২), পিতা-মৃত তোরাব আলী সরকার, সাং- শাহাজাহানপুর ৩নং ওয়ার্ড, থানা-উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জ, ২। মোঃ শফিক (৩৫), পিতা-মৃত আহম্মদ মুন্সী, সাং-মুড়াপাড়া, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, ৩। মোঃ আকরাম ইসলাম (২৪), পিতা-মোঃ আবু তাহের, সাং-শংকরপুর, থানাঃ বিরল, জেলাঃ দিনাজপুর, ৪। মোঃ মিলন মিয়া (৪৪), পিতা মোঃ মাওলা বক্স, সাং-সাহাপুর, থানা- রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, ৫। মোঃ কাউসার মিয়া (২৩), পিতা-মোঃ কবির মিয়া, সাং- গিরধা, থানা- আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ। উক্ত অভিযানে গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ০২টি রামদা, ০১টি ছোরা, ০১টি লোহার শাবল, ০১টি কুড়াল, ০১ টি লোহার পাইপ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামীরা পরস্পর যোগসাজসে আর্থিক ভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বাজার এলাকায় অবস্থিত ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ডাকাতি করে আসছে। জিজ্ঞাসাবাদে আসামীরা আরো স্বীকার করে যে, তারা দেশীয় অস্ত্র-সস্ত্র সহ মুড়াপাড়া বাজারস্থ লিনা পেপার মিলস লিমিটেড-এ ডাকাতি করছিল। গ্রেফতারকৃত ডাকাত সদস্যদের নামে রূপাগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় মাদক, অস্ত্র ও ডাকাতি সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।