টুঙ্গিপাড়ায় পৈতৃক জমিতে প্রধানমন্ত্রী
গোপালগঞ্জে নিজের পৈতৃক জমি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় কর্মসূচিতে অংশ নিতে টুঙ্গিপাড়ায় গিয়ে আজ শনিবার (৭ জানুয়ারি) উপজেলার পাটগাতী ইউনিয়নের পুবের বিল এলাকা ঘুরে দেখেন তিনি।
এক বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, শুক্রবার দুইদিনের সফরে টুঙ্গিপাড়া গিয়েছেন প্রধানমন্ত্রী। সেখানে পুবের বিলে নিজের পৈতৃক জমি পরিদর্শন করেন তিনি।
জলাভূমির অন্তর্গত এ অঞ্চলের জমিগুলো বছরের আট থেকে নয় মাসই পানির নিচে থাকে। ভাসমান বেডে সবজি ও অন্যান্য ফসল চাষ করে জমিগুলোকে চাষোপযোগী করার বিষয়ে নির্দেশনা দেন শেখ হাসিনা।
এ সময় সারাদেশের সব অনাবাদি জমিতে চাষাবাদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এক ইঞ্চি জমিও যেন খালি না থাকে।