South east bank ad

শীতে কাঁপছে শ্রীমঙ্গল, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

 প্রকাশ: ২০ জানুয়ারী ২০২৩, ১২:০০ পূর্বাহ্ন   |   বিশেষ সংবাদ

শীতে কাঁপছে শ্রীমঙ্গল, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। আজ শুক্রবার (২০ জানুয়ারি) স্থানীয় আবহাওয়া অফিস জানায়, এটি এই শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। বৃহস্পতিবার তাপমাত্রা ছিল ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। 

মৌলভীবাজারের আবহাওয়া অফিসের সহকারী কর্মকর্তা মো. মুজিবুর রহমান বলেন, তাপমাত্রা নিচে নামার কারণে মৌলভীবাজার জেলাজুড়ে বাড়ছে শীতের তীব্রতা। গত কয়েকদিন ধরেই শ্রীমঙ্গলসহ মৌলভীবাজার জেলায় ঘন কুয়াশা দেখা গেছে।

যতই দিন যাচ্ছে তাপমাত্রার পারদ ততই নিচের দিকে নামছে। তীব্র শীতে ছিন্নমূল মানুষ ও চা শ্রমিকরা পড়েছেন বিপাকে। ভোরে ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় কাবু হয়ে পড়েছেন এ জনপদের মানুষ।

শীতবস্ত্রের অভাবে চা বাগান এলাকার চা শ্রমিকেরা সকালের দিকে গাছের পাতা ও খড়কুটো কুড়িয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। সন্ধ্যা নামতেই ঘরে ফিরছেন লোকজন।

উল্লেখ্য, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আর্কাইভ সূত্রে জানা যায়, ১৯৬৮ সালে ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং ১৯৬৬ সালের ২৯ জানুয়ারি দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

১৯৯৫ সালের ৪ জানুয়ারি, ২০০৭ সালের ১৭ জানুয়ারি এবং ২০১৩ সালের ১০ জানুয়ারি শ্রীমঙ্গল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪ ডিগ্রি সেলসিয়াস। 

BBS cable ad

বিশেষ সংবাদ এর আরও খবর: