শিরোনাম

South east bank ad

আগামী বাজেটে করের আওতা বাড়ানোর বিকল্প নেই-সালমান এফ রহমান

 প্রকাশ: ২৩ মার্চ ২০২৩, ১২:০০ পূর্বাহ্ন   |   বিশেষ সংবাদ

আগামী বাজেটে করের আওতা বাড়ানোর বিকল্প নেই-সালমান এফ রহমান

আগামী বাজেটে করের আওতা বাড়ানোর বিকল্প নেই বলে মনে করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তবে কর প্রদান প্রক্রিয়া সহজীকরণ ও দেশের রাজস্ব ব্যবস্থাকে অটোমেশনের আওতায় নিয়ে আসার ওপরও জোর দিয়েছেন তিনি। পাশাপাশি ব্যবসায়ীদের কর প্রদানের মানসিকতা বাড়াতেও আহ্বান জানান। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা চেম্বার, সমকাল এবং চ্যানেলটোয়েন্টিফোরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘‌প্রাক-বাজেট আলোচনা: প্রেক্ষিত বেসরকারি খাত’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি

আলোচনায় ব্যবসাবান্ধব অটোমেটেড কর ব্যবস্থাপনা প্রবর্তনের দাবি জানান ঢাকা চেম্বারের সভাপতি ব্যারিস্টার মো. সামীর সাত্তার। স্বাগত বক্তব্যে তিনি লিস্টেড এবং নন-লিস্টেড কোম্পানির মধ্যকার কর হারের ব্যবধান কমানোর পাশাপাশি স্থানীয় পর্যায়ে ব্যবসাকে উৎসাহিত করার লক্ষ্যে নন-লিস্টেড কোম্পানির করপোরেট করের হার আরো ২ দশমিক ৫ শতাংশ কমানোর আহ্বান জানান।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, এফবিসিআইয়ের সাবেক সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন)। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন, সাবেক সভাপতি ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ। আলোচনা সভায় সমাপনী বক্তব্য দেন সমকাল সম্পাদক মোজাম্মেল হোসেন।

সালমান এফ রহমান বলেন, ‘‌রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বিশ্ববাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি, মার্কিন ফেডারেল রিজার্ভের ডলারের সুদহার বাড়ানোর বিষয়টি আমাদের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সরকার আমদানি কার্যক্রম কিছুটা নিয়ন্ত্রণ করেছে। ফলে আমাদের রিজার্ভের ওপর তেমন প্রভাব পড়েনি। আশা করি আগামী জুনে এলসি ও ডলার পরিস্থিতি স্বাভাবিক হবে।’ 

ড. শামসুল আলম বলেন, ‘‌আগামী বাজেটে মূল্যস্ফীতি সহনীয় মাত্রায় রাখা, প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ তৈরি, বিনিয়োগ উৎসাহিতকরণ এবং সরকারের ঋণ গ্রহণের প্রবণতা হ্রাস প্রভৃতি বিষয়ের ওপর অধিক গুরুত্বারোপ করা প্রয়োজন। বৈশ্বিক ও স্থানীয় পরিস্থিতি বিবেচনায় আমাদের উচ্চাভিলাষী বাজেট প্রণয়নের সুযোগ নেই, তবে জনগণের খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়টিকে সরকার প্রাধান্য দিচ্ছে।’ 

দেশের অর্থনীতির বৃহত্তর স্বার্থে জাতীয় রাজস্ব বোর্ড ও বেসরকারি খাতের সমন্বয় আরো বাড়ানো জরুরি বলে মন্তব্য করেন মো. সফিউল ইসলাম (মহিউদ্দিন)।তিনি বলেন, ‘‌জিডিপিতে করের অবদান বাড়ানোর কোনো বিকল্প নেই। তবে এ লক্ষ্যে ব্যবসাসহায়ক পরিবেশ নিশ্চিতকরণে আরো মনোযোগী হতে হবে।’

এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, ‘‌বাজেট প্রণয়নে বৈশ্বিক পরিস্থিতি, এলডিসি উত্তরণ, স্থানীয় অবকাঠামোর উন্নয়ন, রফতানি বহুমুখীকরণ প্রভৃতি বিষয়গুলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। দেশে ব্যবসাসহায়ক পরিবেশ উন্নয়নে লাল ফিতার দৌরাত্ম্য কমাতে হবে।’

হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ বলেন, ‘‌সাম্প্রতিক সময়ে গ্যাস, বিদ্যুৎসহ অন্যান্য জ্বালানির মূল্যবৃদ্ধি আমাদের বেসরকারি খাতকে বেশ প্রতিযোগিতার মুখোমুখি করেছে। এ অবস্থায় আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য হ্রাস পেলে স্থানীয়ভাবে তা সমন্বয় করা প্রয়োজন। আমাদের মজুদকৃত গ্যাস দিয়ে আগামী পাঁচ বছর স্থানীয় চাহিদা মেটানো সম্ভব, তাই শিল্প খাতে জ্বালানি সক্ষমতা নিশ্চিতকরণের কোনো বিকল্প নেই। সেই সঙ্গে ব্যাংকওয়ার্ড লিংকেজ শিল্পের উন্নয়ন এবং ম্যান-মেইড ফাইবারের ব্যবহারও বাড়াতে হবে।’

এছাড়াও তিনি শিল্প খাতে সোলারের ব্যবহার বাড়াতে বিদ্যমান শুল্ক হ্রাসের ওপর জোরারোপ করেন।  

‘‌আয়কর ও মূল্য সংযোজন কর (ভ্যাট)’, ‘আর্থিক খাত’, ‘শিল্প ও বাণিজ্য’ এবং ‘অবকাঠামো’ শীর্ষক চারটি সেশনের আলোচনা হয়। নির্ধারিত আলোচনায় ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আখতার, আইসিএবির সাবেক সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির, এনবিআরের সাবেক সদস্য মো. আলমগীর হোসেন, ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান, দ্য সিটি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন, সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান, শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান আরিফ খান, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকন, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারমান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী, বিজিএমইএর পরিচালক আসিফ আশরাফ, আবদুল মোনেম গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক মইনউদ্দিন মোনেম, কনফিডেন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান ইমরান করিম এবং নকিয়ার কান্ট্রি হেড মোহাম্মদ আরিফুল ইসলাম প্রমুখ অংশগ্রহণ করেন।

BBS cable ad

বিশেষ সংবাদ এর আরও খবর: