ব্যাংক, ওষুধ ও বস্ত্র খাতে ১২০০ কোটি টাকার বেশি লেনদেন

দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। এ সময়ে সূচকের পাশাপাশি লেনদেনও ঊর্ধ্বমুখী ছিল। গত সপ্তাহে পুঁজিবাজারে ব্যাংক খাতে ৪৬২ কোটি ৭ লাখ, ওষুধ ও রসায়ন খাতে ৪২৯ কোটি ৪৮ লাখ ও বস্ত্র খাতে ৩৭৫ কোটি ৯০ লাখ টাকা লেনদেন হয়েছে। সব মিলিয়ে এ তিন খাতে লেনদেন হয়েছে ১ হাজার ২৬৭ কোটি ৪৫ লাখ টাকা।
বাজার বিশ্লেষকরা বলছেন, গত সপ্তাহে পুঁজিবাজারে অংশ নেয়া বিনিয়োগকারীদের ইতিবাচক মনোভাব ছিল। বাংলাদেশ ব্যাংক স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) বা রিভার্স রেপো হার ৫০ বেসিস পয়েন্ট কমানোর ঘোষণা দেয়ায় বাজারে বাড়তি প্রাণসঞ্চার ঘটে। এছাড়া মূল্যস্ফীতি কমার সংকেত ও প্রধান নীতিগত হার বা ওভারনাইট রেপো হার কমানোর প্রত্যাশাও বিনিয়োগকারীদের ইতিবাচক মনোভাব বজায় রাখতে সাহায্য করে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহে ডিএসইএক্স সূচক আগের সপ্তাহের তুলনায় ৬৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৩২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৫ হাজার ৬৮ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ২৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ১ হাজার ৯০৯ পয়েন্ট। এছাড়া শরিয়াহ সূচক ডিএসইএস গত সপ্তাহে ১৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২০ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ১ হাজার ১০১ পয়েন্ট।
ডিএসইতে গত সপ্তাহে লেনদেন হওয়া মোট ৩৯৪টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ২৯০টির, কমেছে ৮০টির ও অপরিবর্তিত ছিল ২৪টির শেয়ারদর। আর লেনদেন হয়নি ১৯টির। গত সপ্তাহে সূচকের উত্থানে সবচেয়ে বেশি অবদান রেখেছে ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, আইডিএলসি ফাইন্যান্স, লাফার্জহোলসিম বাংলাদেশ ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ার।