আড়াইহাজারে স্বাস্থ্যবিধি উপেক্ষিত

ফেরদৌস রহমান(আড়াইহাজার ,নারায়ণগঞ্জ) :- গত ১৪ এপ্রিল (১ম রমজান) থেকে দেশের সর্বাত্মক লকডাউন ঘোষণা দিয়েছে সরকার। সেই সাথে প্রথম মেয়াদের লকডাউন শেষ হতে না হতেই দ্বিতীয় মেয়াদে লকডাউন ঘোষণা করা হয়েছে। কিন্তু, লকডাউন চলাকালেও সাধারণ মানুষের চলাফেরায় তা কোনক্রমেই ফুটে উঠছে না।
গত কয়েক দিন ধরে নারায়ণগঞ্জ জেলা অধীন আড়াইহাজার উপজেলার বিভিন্ন কাঁচা বাজার ও মার্কেটগুলোতে এই চিত্র ফুটে ওঠে। সাধারণ মানুষ থেকে শুরু করে,রিকশা ও গাড়ি চলাচল যেন স্বাভাবিক। এই চলাফেরায় দেখা মেলেনা কোনো লকডাউনের ছাপ।
প্রশাসনিক তৎপরতা সত্ত্বেও, বিকালের দিকে মানুষের ভিড় জমে যায় সমস্ত কাঁচা বাজারগুলোতে। প্রশাসনিক কর্মকর্তার সাথে কথা বলে জানা যায় যে," সবজায়গায় পুলিশের মহড়া চলছে, একজায়গা থেকে অন্য জায়গায় নিয়মিত কাজ করে চলছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কিন্তু, সবসময় সব জায়গায় উপস্থিত থাকতে না পারায়, এমন দৃশ্যের সম্মুখে পড়ছে তারা। তবে, এখন থেকে আইনের জোরদার আরো বাড়াবে বলে জানান তারা।"
লোকজনের কাছ থেকে জানা যায় যে,"লকডাউনে জীবন জীবিকা অচল হয়ে পড়েছে তাদের। পেটের ও সংসারের দায়ে তারা কাজ করছে। এভাবে চলতে থাকলে,পরিবার নিয়ে মরতে হবে বলে তারা জানায়। "
দোকানদাররা বলে, দেশের এই পরিস্থিতিতে বেচাকেনা তেমন নেই। রমজান মাস চলায়,বিকেলে কিছু বেচা-কেনা করে সংসার চালাচ্ছে তারা।"
এমন পরিস্থিতিতে, সকলের দাবী, সুষ্ঠু ও সুশৃঙ্খল চিন্তার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিকে ফিরিয়ে আনা। তা-নাহলে দিনের পর দিন না খেয়ে মরতে হবে সাধারণ মেহনতি মানুষদের।