South east bank ad

চট্টগ্রাম বন্দরের ১৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্দর ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন

 প্রকাশ: ২৬ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

চট্টগ্রাম বন্দরের ১৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্দর ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন

চট্টগ্রাম বন্দরের ১৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বন্দর ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান ও বন্দরের সদস্য (এঅ্যান্ডপি) মো. জাফর আলম পতাকা উত্তোলন করেন। এ সময় বন্দরের সব সদস্য, সব বিভাগীয় প্রধান ও সিবিএর নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান বলেন, সরকার ঘোষিত লকডাউনকালীন চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা-কর্মচারী এবং শ্রমিকরা দেশের সাপ্লাই চেইন নির্বিঘ্ন রাখছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর সার্বিক তত্ত্বাবধানে স্বাস্থ্যবিধি অনুসরণ করে ২৪ ঘণ্টায় কাজ করে যাচ্ছেন। এজন্য তিনি বন্দরের কর্মকর্তা-কর্মচারী এবং শ্রমিকদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া তিনি দেশের অর্থনীতির চাকা সচল রাখার স্বার্থে বন্দরে কর্মকর্তা-কর্মচারীদের মনোবল চাঙ্গা রেখে স্বাস্থ্যবিধি মেনে নিরলস কাজ করার আহ্বান জানান।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: