আড়াইহাজারে মার্কেট ও শপিংমলগুলো খোলার অনুমতি দেওয়ার দ্বিতীয় দিনেই গাড়ির তীব্র যানজট

মো: ফেরদৌস রহমান (আড়াইহাজার):
গত ২৫ এপ্রিল থেকে সরকার ঘোষিত লকডাউন উঠিয়ে নিয়ে মার্কেট ও শপিংমলগুলো খোলার অনুমতি দেওয়া হলেও রাস্তায় রাস্তায় দেখা মেলে গাড়ি ঘোড়ার তীব্র যানজট।
আজ সোমবার নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলা সদরে সকাল ১০ টা থেকে দুপুর ২ পর্যন্ত গাড়ির তীব্র যানজট দেখা যায়। সরকারি নির্দেশ অনুযায়ী সকাল ৭ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এবং পরবর্তীতে রাত ৯ টা পর্যন্ত মার্কেট, শপিংমলগুলো খোলার নির্দেশ দিলেও, কোনপ্রকার গাড়ি চলাচলের, সরাসরি নির্দেশ পাওয়া যায়নি। কিন্তু, রাস্তা ঘাটে এলোপাতাড়ি গাড়ি চলাচল করতে দেখা যায় সকাল থেকে। আড়াইহাজার উপজেলা থেকে বিশনন্দী ফেরিঘাট যাওয়ার রাস্তায়, দেখা যায় প্রায় ৩/৪ ঘণ্টার টানা যানজট।
গাড়ির চালকদের সাথে কথা বলে যায়," এখানে ছোট একটি খাল থাকায়, একটি স্টীল ব্রিজ দিয়ে গাড়ি চলাচল করতে হয়। কিন্তু, ব্যাটারি চালিত অটো রিকশার ফলে এই জ্যামের সৃষ্টি হয়। এই রোড দিয়ে বিশনন্দী ফেরিঘাট হয়ে, মেঘনা নদী দিয়ে বাঞ্ছারামপুরের অনেক গাড়ি চলাচল করে। ফলে দূরপাল্লার গাড়িগুলো বিরাট ভোগান্তির সম্মুখে পড়েছে। "
ছোট ছোট ব্যাটারি চালিত রিকশার পরিমাণ বৃদ্ধি পাওয়ায়, এলোপাতাড়ি গাড়ি চালিয়ে, এই জ্যামের সৃষ্টি করছে বলে জানায়, রাস্তায় চলাচল করা লোকজন।
সকলের একটাই দাবী, সুশৃঙ্খল ও ক্রমানুসারে ব্রিজ পারাপার হলে এমন জ্যামজটের সৃষ্টি হবে না। এবং সেই সাথে এখানে ২ জন অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করলে, বিষয়টি আরো সুন্দর হবে। এতে করে যানজট এর মুখে পড়তে হবে না সাধারণ মানুষের।