মাহমুদপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা বিতরণ

মো: ফেরদৌস রহমান( আড়াইহাজার,নারায়ণগঞ্জ) :- পবিত্র রমজানের মাঝে খেটে খাওয়া মানুষের পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক নগদ অর্থ সহায়তা দানের কর্মসূচি বাস্তবায়ন করেন আড়াইহাজার উপজেলায়,নারায়ণগঞ্জ -২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। আড়াইহাজার উপজেলার প্রায় ২২ হাজার হতদরিদ্র ও দিনমজুর মানুষের মাঝে এই অর্থ দ্বিতীয় দিনের মতো উক্ত উপজেলার মাহমুদ ইউনিয়ন পরিষদে বিতরণ করেন সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। এতে করে রমজানে ও ঈদে যেন মানুষের না খেয়ে কষ্ট করতে না হয়,তাই এমন উদ্যোগ নিয়েছেন দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময়ে উক্ত কর্মসূচীতে উপজেলা নির্বাহী অফিসার সোহাগ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পৌর মেয়র আলহাজ্ব সুন্দর আলী, মাহমুদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমান উল্লাহ আমান, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব আলমগীর কবির শাহিন, আড়াইহাজার এ টু জেড হসপিটালের চেয়ারম্যান ও সাবেক ভিপি নাইম মোল্লা, সরকারি সফর আলী কলেজের সাবেক সফল ভিপি শফিকুল ইসলাম শরিফ সহ আরো অনেক নেতৃবৃন্দ। এই কর্মসূচিতে সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম বাবু বলেন, দেশের মানুষ যেন না খেয়ে মরে, সেজন্য দিনরাত পরিশ্রম করে যাবেন দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁরা। হতদরিদ্র মানুষের পাশে রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে এই নগদ অর্থ সহায়তা বিতরণ করেছেন প্রধানমন্ত্রী, আর তার সেই কর্মসূচি বাস্তবায়নে কাজ করছেন তিনি। তিনি আরো বলেন, করোনা মহামারীতে যেন সকলে সকল প্রকার সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্য বিধি মেনে চলে এবং সকলের জন্য দোয়া করেন।