শিরোনাম

South east bank ad

পাবনায় গৃহবধূকে গলা কেটে হত্যা

 প্রকাশ: ২৯ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

পাবনায় গৃহবধূকে গলা কেটে হত্যা

রনি ইমরান (পাবনা):

পাবনার ঈশ্বরদী উপজেলায় বাড়িতে ঢুকে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম মুক্তি খাতুন রিতা (২৭)। বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরদী পৌরসভার মশুড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
রিতা ওই এলাকার বাসিন্দা ও রূপপুর প্রকল্পের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মরত বায়োজিদ সারোয়ারের স্ত্রী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় রিতার শ্বাশুড়ি নিলিমা খাতুন বেনুকেও (৫৫) শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয়। তার চিৎকারে খুনিরা পালিয়ে যায়।

পাবনার ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, ওসি আসাদুজ্জামান, পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রিতার শ্বাশুড়ি নিলিমা খাতুন বেনু জানান, তার ছেলে বায়োজিদ সারোয়ার বেশ কয়েকজনকে রূপপুর প্রকল্পে চাকরি দিয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ৫ যুবক চাকরির জন্য তার বাড়িতে আসে। তখন বায়োজিদ বাজারে থাকায় তার স্ত্রী রিতা তাদের ড্রইংরুমে বসিয়ে আপ্যায়ন করান। বেনু খাতুন ওই সময় তার ঘরে কোরান পড়ছিলেন। হঠাৎ হত্যাকারীরা তার ঘরে ঢুকে তাকে গলা টিপে হত্যার চেষ্টা করে। তিনি চিৎকার শুরু করলে তারা পালিয়ে যায়। পরে তিনি রিতার ঘরে গিয়ে গলা কাটা লাশ পড়ে থাকতে দেখেন।

তিনি আরও জানান, হত্যাকারীদের মধ্যে একজনকে তিনি চিনতে পেরেছেন। তার নাম সাব্বির হাসান, বাড়ি নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল চরগোবিন্দপুর গ্রামে। বাকিদের মুখে মাস্ক থাকায় তিনি চিনতে পারেননি।

রিতার স্বামী বায়োজিদ সারোয়ার জানান, তিনি রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলা পাওয়ার কোম্পানিতে চাকরি করেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, অনেকগুলো বিষয় নিয়ে তদন্ত করা হচ্ছে। সিআইডির বিশেষ টিম এসে আলামত সংগ্রহের পর লাশ ময়নাতদন্ত করা হবে। রিতার শাশুড়ির কাছ থেকে পাওয়া কয়েকজনের নামের তালিকা ধরেও তদন্ত করা হচ্ছে।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: