আড়াইহাজার উপজেলার খাগকান্দার দুটি দোকানে আগুন

মো: ফেরদৌস রহমান (আড়াইহাজার, নারায়ণগঞ্জ) :
আজ ভোরে আড়াইহাজার উপজেলার খাগকান্দা গ্রামের লঞ্চঘাটের দুটি দোকানে আগুন লেগে ৭-৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় লোকজন সূত্রে জানা যায় যে, ভোর আনুমানিক ৫ টার দিকে হঠাৎ করেই আগুন দেখা যায় দোকান দু’টিতে। পরে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন।
দোকান দু'টির মধ্যে একটি হলো ডিপার্টমেন্টাল স্টোর ও অন্যটি হলো মুদি দোকান। দোকান দু'টির মালিক ছিলেন জালাল ও কবির সরকার। তাদের থেকে জানা যায়, দোকানের ভিতরে থাকা সকল জিনিসপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে তারা সর্বস্বহারা হয়ে পড়েছে। তারা আরো জানায়, প্রায় ৭-৮ লক্ষ টার মালামাল ছিল দোকান দু'টিতে। সব শেষ হয়ে গেল।
ভোররাত থেকে আগুন নিভানোর চেষ্টা করেন স্থানীয় লোকজন। পরে উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। কিন্তু দোকানের ভিতরে থাকা জিনিসপত্রের একটিও অক্ষত অবস্থায় নেই। এখনো পর্যন্ত আগুন কীভাবে লাগলো সে ব্যাপারে জানা যায়নি।