South east bank ad

আনোয়ারায় ধান ক্ষেত থেকে মেছো বাঘ উদ্ধার করে চিড়িয়াখানায় হস্তান্তর

 প্রকাশ: ০৫ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

আনোয়ারায় ধান ক্ষেত থেকে মেছো বাঘ উদ্ধার করে চিড়িয়াখানায় হস্তান্তর

এম.এম.জাহিদ হাসান হৃদয় (আনোয়ারা):

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কৃষকের ধানের জমি থেকে একটি বিরল প্রজাতির মেছো বাঘ উদ্ধার করে চিড়িয়াখানায় হস্তান্তর করেছে স্থানীয়রা।

বুধবার (৫-মে) দুপুর সাড়ে ১২টায় বারশত ইউনিয়নের বোয়ালিয়া এলাকার আল আমিন একাডেমী সংলগ্ন ধানের ক্ষ্যাত থেকে স্থানীয় যুবকের সহায়তায় অক্ষত অবস্থায় এই বিরল প্রজাতির প্রাণীটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায় , বুধবার দুপুরে বোয়ালিয়া গ্রামে আল আমিন একাডেমি সংলগ্ন ধান ক্ষ্যাতে একটি বিরল প্রজাতির মেছো বাঘ দেখতে পেলে মোজাম্মেল, পরিমল ও ফরসাল কৌশলে বাঘটি আটক করে। পরে স্থানীয় চেয়ারম্যান এম.এ কাইয়ুম শাহ্কে বিষয়টি জানানো হয়।

উদ্ধারকারী মোজ্জাম্মেল জানায় , দুপুরে আল আমিন একাডেমীতে বাঘটি অবস্থান করছিলো , ধাওয়া করলে বাঘটি পাশের ধানক্ষেতে অবস্থান করে ওখান থেকে আমরা অক্ষতাবস্থায় কৌশলে ধরতে সক্ষম হয় এবং পরবর্তীতে এটিকে স্থানীয় চেয়ারম্যান এর সাহায্যে চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়।

স্থানীয় ২নং বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম.এ কাইয়ুম শাহ্ এর সাথে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। পরে তার ফেইসবুক পোস্টের মাধ্যমে জানা যায়, বোয়ালিয়া এলাকায় একটি বিরল প্রজাতির মেছো বাঘ অক্ষত অবস্থায় উদ্ধার স্থানীয়রা উদ্ধার করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনকে এই বিষয়ে অবগত করলে তিনি তাৎক্ষণিক চিড়িয়াখানা কর্তৃপক্ষের কেয়ার টেকার মোঃ মফিজুল ইসলাম ও সুমনকে পাঠালে আমরা বিকাল ৫টা নাগাদ স্থানীয় কিন্ডার গার্টেন স্কুলের মিয়া মোঃ করিম ও মোঃ মোজাম্মেল ,পরিমল জলদাশ- উপস্হিতে বাঘটি স্থানান্তর করি ।

আনোয়ারা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ দেলোয়ার জানায়, আনোয়ারার দেয়াঙ পাহাড় ও সমুদ্র উপকূলবর্তী বিভিন্ন ইউনিয়নের ঝোঁপঝাড়ে বন্যপ্রাণী শিয়াল, মেছো বাঘ, বন বিড়ালসহ নানান প্রজাতির প্রাণী দেখতে পাওয়া যায়। এ গুলো বিভিন্ন সময়ে খাবারের খুঁজে লোকালয়ে নেমে আসলে স্থানীয়দের হাতে ধরা পড়ে।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: