মৌজাকান্দা গ্রামের রাস্তার শুভ উদ্বোধন করলেন নজরুল ইসলাম বাবু এমপি

মো: ফেরদৌস রহমান (আড়াইহাজার):
আজ শুক্রবার ( ০৭-০৫-২০২১) সকাল ১০ টায় আড়াইহাজার পৌরসভার ২ নং ওয়ার্ড মৌজাকান্দা গ্রামের ভিতরের রাস্তার শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। গত কিছুদিন ধরেই কাজ চলছিল রাস্তাটির। মজবুত রাখার জন্য রাস্তাটিকে সিসি ঢালাই দেওয়া হয়েছে। এতে করে পৌরসভার ২ নং ওয়ার্ড মৌজাকান্দা গ্রামের মানুষের চলাচলের সুবিধা আরো বেড়ে গেল।
রাস্তার শুভ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন আড়াইহাজার পৌরসভার সন্মানিত মেয়র আলহাজ্ব সুন্দর আলী, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম ভূঁইয়া, সদ্য নবনির্বাচিত আড়াইহাজার উপজেলা বিআরডিবি এর চেয়ারম্যান ও সরকারি সফর আলী কলেজের সাবেক ভিপি শহিদুল্লা, ২নং ওয়ার্ড পৌরসভার কাউন্সিলর, আড়াইহাজার উপজেলা শেখ রাসেল ও জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি মাহদী হাসান রিফাত, সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রমজান আল জিহাদ সহ আরো অনেক নেতৃত্ববৃন্দ।
রাস্তা উদ্বোধন কালে মাননীয় সাংসদ জানায়, আড়াইহাজারের খেটে-খাওয়া মেহনতি মানুষ যেন চলাফেরায় কষ্ট না করে,সে দিকে তাঁর সজাগ দৃষ্টি আছে। তিনি আড়াইহাজারের প্রতিটি মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে দিনরাত কাজ করে যাবেন। মানুষকে সহযোগিতা করার মাধ্যমে তিনি আনন্দ ও সুখ খুঁজে পান। আড়াইহাজারে যেন কোন এলাকার মানুষ চলাচলে সমস্যায় না পড়ে,সে দিকে সকল প্রশাসনিক লোকজনের প্রতি তার আহবান।
একই সাথে,আড়াইহাজার উপজেলার সর্বস্তরের মানুষকে তিনি অগ্রিম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। নিরাপদ ও সচেতনতার মাধ্যমে যেন এবারের ঈদ সকলের মঙ্গল বয়ে আনে,এমনটাই প্রত্যাশা করেন তিনি।