কালকিনিতে হামলা ও জোর করে হত-দরিদ্রের জায়গা দখলের চেষ্টা, আহত ৩

এস এম আরাফাত হাসান (মাদারীপুর):
মাদারীপুরের কালকিনিতে এক অসহায় হতদরিদ্র পরিবারকে মারধর করে জায়গাজমি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। গত কাল দুপুরে এ ঘটনা ঘটে।এতে ওই অসহায় পরিবারের ৩ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে কালকিনি উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার দ্রুত মাদারীপুর সদর হাসপাতালে প্রেরন করেন। ভুক্তভোগী পরিবার এ ঘটনায় ডাসার থানায় অভিযোগ দায়ের করেন।
পুলিশ,এলাকাবাসি ও ভূক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে, উপজেলার গোপালপুর এলাকার আজালিয়া গ্রামের জামাল আকনের সাথে একই এলাকার আলামিন আকনের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। স্থানীয় এলাকাবাসি একাধিকবার বিরোধ মিমাংসা করলেও আলামিন আকন কোন তোয়াক্কা না করে, হান্নান আকন,শাকিল আকন,মন্নান আকন,নাসিমা বেগম ও রিতা বেগম কে নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করেন। এতে জামাল আকন, কুলসুম বেগম ও গোলাম রাব্বি আহত হয় হন। পরে আহতদেরকে স্থানীয়ারা উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে যান, আহতদের অবস্থা মারাত্মক হলে কর্তব্যরত ডাক্তার মাদারীপুর সদর হাসপাতালে প্রেরন করেন।
এ ঘটনায় কুলসুম বেগম বাদী হয়ে ডাসার থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ ব্যপারে ভুক্তভোগী কুলসুম বেগম বলেন, আমরা খুব অসহায় গরীব, দিনমুজুরীর কাজ করে সংসার চলে। আমার স্বামীর পত্তিক বসতভিটায় বসবাস করি। আর সেই জায়গাও ওরা জোর করে ভোগদখল করে। এলাকার মাতুব্বররা নিষেধ করলেও শোনে না। আবারও লোকজন নিয়ে আমাগো মারধর করে,বসতঘর ভাংচুর করে। বসতবাড়ির জায়গা ছেরে না গেলে মেরে ফেলবেও বলে।
এ ব্যাপারে উপজেলার ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান বলেন,এ ঘটনায় আমরা অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি।