আড়াইহাজারে তীব্র যানজট

মো: ফেরদৌস রহমান (আড়াইহাজার):
মঙ্গলবার (১১-০৫-২০২১) দুপুর ২ টায় আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরিঘাট রোডে দেখা মেলে তীব্র যানজট। দুপুর ১২ টা থেকে শুরু করে দুপুর ২ টা ৩০ এর পরেও এই গাড়ির তীব্র যানজট কমানো যাচ্ছে না।
ঈদকে কেন্দ্র করে সাধারণ মানুষের ঈদ কেনাকাটার জন্য ভিড় জমায় আড়াইহাজার উপজেলা শপিংমলগুলোতে। এতে করে চারদিকে গাড়ি চলাচলের পথ বিঘ্নিত হয়। রাস্তায় দেখা যায় প্রচুর মানুষজন-কে। যাদের মাঝে পুরুষের চেয়ে মহিলার সংখ্যাটা-ই অনেকাংশে বেশি। পুরো আড়াইহাজার সদরের ভিন্ন দিকের রাস্তা অবরোধ হয়ে আছে গাড়ি বন্ধ থাকার কারণে।
গাড়িচালকদের সাথে কথা বলে জানা যায় যে, আড়াইহাজার থেকে বিশনন্দী ফেরিঘাট যেতে প্রায় দু'টি স্টিল ব্রীজ পড়ে,এতে করে ছোট অটোরিকশা, সিএনজি অর্থাৎ তিনচাকার গাড়িগুলো বড় গাড়ির ফাঁকে এলোপাতাড়ি ঢুকে পড়ায়, এমন যানজটের সৃষ্টি হয়। আর বিশেষ করে, ঈদ-কে কেন্দ্র করে শপিংমল ও মার্কেটগুলো খোলা রাখায়, মানুষের উপচে পড়া ভিড় জমছে মার্কেটগুলোতে। এতে করে রাস্তায় মানুষজন বেশি থাকায়, গাড়ি ঠিক মতো চলতে পারছে না।
সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, গাড়িঘোড়ার এলোপাতাড়ি চলাচলের জন্য এমন যানজটের সৃষ্টি। গাড়িচালক কোনো নিয়ম শৃঙ্খলা না-মানায়-ই যানজটের সৃষ্টি হচ্ছে।
প্রায় ২/৩ ঘন্টার যানজট লেগেই থাকে প্রায়। এতে করে যেমন নেই গাড়িচালকের সচেতনতা, তেমনি নেই সাধারণ মানুষের কোনোপ্রকার স্বাস্থ্যবিধি মেনে চলা।