আড়াইহাজার উপজেলা ছাত্রলীগ কর্তৃক সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ

মো: ফেরদৌস রহমান (আড়াইহাজার) :
মঙ্গলবার (১১-০৫-২০২১) নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলা ছাত্রলীগ কর্তৃক সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ -২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। অনুষ্ঠানে সাধারণ মানুষের মাঝে তিনি ইফতার বিতরণ করেন।
আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের আহবায়ক কাজী রাজীবুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে এই ইফতার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ -২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। এই অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্ব ছিলেন আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নাহিদুর রহমান লাফিজ, জসীম উদ্দীন, মাহবুবুর রহমান সোয়েব, এমদাদুল হক মিলন, আরিফ হোসেন নির্জল ও উপজেলা ছাত্রলীগের সদস্য জিএস সাইফুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো, ভাইস- চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা পৌরসভার মেয়র আলহাজ্ব সুন্দর আলী, গোপালদী পৌরসভার মেয়র আলহাজ্ব হালিম শিকদার, চৈতনকান্দা গোলাম মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা গোলাম মোহাম্মদ, সরকারি সফর আলী কলেজের সাবেক ভিপি নাঈম মোল্লা ও সাবেক ভিপি শফিকুল ইসলাম শরিফ, সাবেক জিএস সাদ্দাম, সাবেক এজিএস আলাউদ্দিন, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রমজান আল জিহাদ ও সাধারণ সম্পাদক ফয়সাল মোল্লা, সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্র সংসদে ভিপি রাজু, জিএস আইয়ুবুর, ও এজিএস ইকবাল সহ আরো অনেক উপজেলার সকল নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সাংসদ বাবু রাস্তায় হেঁটে হেটে সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করেন। ইফতার বিতরণ শেষে তিনি বলেন, সাধারণ মানুষের হয়ে কাজ করাই তার পরম ধর্ম। তিনি সারাজীবন সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যেতে চান। সেই সাথে সুস্থতা বজায় রেখে যেন এবারের ঈদ সকলের মঙ্গল বয়ে আনে, এই কামনা করে সকলকে অগ্রীম ঈদ মোবারক জানিয়েছেন।
তিনি ছাত্রলীগকে কেন্দ্র করে বলেন, আড়াইহাজার উপজেলা ছাত্রলীগ যেন সবসময় এভাবেই সাধারণ মানুষের কর্মী হয়ে কাজ করে। এই সুসংগঠিত সংগঠন হিসেবে যেন সাধারণ মানুষের মাঝে অমর হয়ে থাকে এই আড়াইহাজার উপজেলা ছাত্রলীগ।