South east bank ad

অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন বিশনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান

 প্রকাশ: ১২ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন বিশনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান

মো: ফেরদৌস রহমান (আড়াইহাজার):

আসন্ন ঈদ-উল-ফিতর কে কেন্দ্র করে সাধারণ, অসহায়, খেটে-খাওয়া মেহনতি মানুষের মাঝে ঈদের সামগ্রী বিতরণ করেন বিশনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূঁইয়া।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি নিজে নিজ ইউনিয়নের প্রতিটি গ্রামে গ্রামে গিয়ে ঈদের সামগ্রীর জন্য টাকা, ছোট বাচ্চাদের জামা-কাপড় ও বয়স্ক ব্যক্তিদের জন্য পাঞ্জাবি, মহিলাদের জন্য শাড়ি বিতরণ করেন।

বিশনন্দী ইউনিয়নের লোকজনের সাথে কথা বলে জানা যায়, চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূঁইয়া, প্রতি বছর- ই এভাবে নিজস্ব অর্থায়ন থেকে সাধারণ মানুষের মাঝে ঈদের সামগ্রী বিতরণ করে থাকেন। এলাকায় তার সুনাম এখনো আগের মতো করেই বহাল রয়েছে।

চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূঁইয়া একসময় সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্র সংসদের নির্বাচিত ভিপি ছিলেন। ঐ সময় থেকেই তিনি এলাকায় গিয়ে মানুষের খোঁজ খবর নিতেন।
চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূঁইয়া জানান, সাধারণ মেহতি মানুষের জনপ্রতিনিধি হয়ে,মানুষকে সহযোগিতা করতে তার ভালো লাগে।তিনি তার সারাজীবন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান। বিশনন্দী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সকলকে তিনি ঈদের অগ্রিম শুভেচ্ছা বিনিময় করেছেন।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: