South east bank ad

ঈদের দ্বিতীয়দিনে শকুনি লেকেরপাড়ে দর্শনার্থীদের ভীড়

 প্রকাশ: ১৫ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

ঈদের দ্বিতীয়দিনে শকুনি লেকেরপাড়ে দর্শনার্থীদের ভীড়

এস এম আরাফাত হাসান (মাদারীপুর):

ঈদের দ্বিতীয়দিনে মাদারীপুর শহরের প্রধান বিনোদনকেন্দ্র শকুনী লেকেরপাড়ে ভীড় বেড়েছে দর্শনার্থীদের। বিকেলের পর থেকে আসতে শুরু করে পর্যটকরা। এখানে ঘুরতে আসেন শরিয়তপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, বরিশালসহ বিভিন্ন জেলার হাজার হাজার দর্শনার্থী।

স্থানীয়রা জানান, দেশে করোনা মহামারিতে লকডাউন চলমান থাকলেও পরিবার-পরিজন নিয়ে বিনোদনের জন্য লেকে ঘুরতে বের হচ্ছেন অনেকেই। মধ্যরাত পর্যন্ত লেকের চারপাশ ঘুরে বেড়ান বিনোদনপিপাসুরা। কেউ কেউ সেলফি তোলায় ব্যস্থ হয়ে পড়েন। আবার কেউ কেউ গান-বাজনা করে সময় কাটাচ্ছেন। সোয়া এক কিলোমিটারের লেকটিতে ওয়াচ টাওয়ার, সাপাহার ঘাটলা, বঙ্গবন্ধু ম্যুরাল, শহীন কানন, ক্যান্ডেলকাননসহ অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে। তবে, ঘুরতে আসা দর্শনার্থীদের মাঝে উপেক্ষিত ছিল স্বাস্থ্যবিধি। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ছাড়াই পরিবার-পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তারা। তবে সন্ধ্যায় বৃষ্টি হওয়ার কারণে দর্শনার্থীরা যারযার ঘরে ফিরে যায়।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: