South east bank ad

আড়াইহাজারের বিশনন্দী ফেরিঘাটে দর্শনার্থীদের ভিড়

 প্রকাশ: ১৫ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

আড়াইহাজারের বিশনন্দী ফেরিঘাটে দর্শনার্থীদের ভিড়

মো: ফেরদৌস রহমান (আড়াইহাজার):

সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই কিছুদিন আগেও যেখানে ছিল জনশূন্যতা, সেখানে এখন হাঁটার মতো জায়গাও খুঁজে পাওয়াটা দুষ্কর।

এমন দৃশ্যের দেখা মিলে আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের ফেরিঘাট এলাকায়।

পবিত্র ঈদ-উল-ফিতর এর নামাজ যেখানে সরকারি নির্দেশ মোতাবেক প্রতিটি মসজিদে অনুষ্ঠিত হয়েছে। ঈদের একদিন যেতে না যেতেই মানুষ বেরিয়ে পড়েছে ঘুরার উদ্দেশ্যে। এই দৃশ্য দেখার পর কেউ-ই বলবে না যে,এখানে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশের প্রতিফলন ঘটছে!

গত শুক্রবার ঈদের দিন থেকে শুরু করে শনিবারেও দেখা যায় মানুষের জরাজীর্ণতা। পুরো ফেরিঘাট এলাকায় রাস্তার পাশে সারিবদ্ধভাবে গড়ে উঠেছে দোকান-পাট, আর মানুষের ভিড় জমছে মেঘনা তীরে।

প্রশাসনিক তৎপরতা ঈদের আগে থাকলেও, বর্তমানে এর কোনো কিছুই নেই। ফলে দিনের পর দিন মানুষের অসচেতনতা ও স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে। এখনো পর্যন্ত প্রশাসনিক মহল থেকে এব্যাপারে কোন নিষেধাজ্ঞা আরোপ করার নির্দেশনা আসেনি।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: