সালথায় মাদকদ্রব্য সহ যুবক আটক

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ফরিদপুর সালথায় ইয়াবা ট্যাবলেট, গাঁজা এবং ফেন্সিডিলসহ এক মাদক ব্যাবসায়ী আটক করেছে র্যাব-৮, ফরিদপুর ক্যাম্প।
আটককৃত মাদক ব্যাবসায়ির নাম মোঃ আনোয়ার ফকির (৩৫)। সে ফরিদপুর জেলার কোতোয়ালী থানাধীন মোঃ হযরত ফকিরের ছেলে।
আজ রবিবার (৬ মার্চ) পনে ৩ ঘটিকার দিকে র্যাব-৮ এর একটি অভিযানিক দল ডিএডি শেখ ইসরাইল আমিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ফরিদপুর জেলার সালথা থানাধীন গৌড়দিয়া বাজারের যাত্রী ছাউনীর সামনে পাকা রাস্তার উপর হতে উক্ত মাদক ব্যবসায়ীকে আটক করে।
এ সময় তার হেফাজত হতে ২০৫ পিচ ইয়াবা ট্যাবলেট, ২৩০ গ্রাম গাঁজা, ১০ বোতল ফেন্সিডিল এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৩ টি সীমকার্ডসহ ২টি মোবাইল ফোন ও নগদ ৩শ টাকা জব্দ করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসহ ধৃত আসামীকে ফরিদপুর জেলার সালথা থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্ত ফরিদপুর জেলার সালথা থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।